মুসলিম ধর্মাবলম্বীদের মহরম পালিত

আগরতলা, ১৭ জুলাই: আজ মুসলিম ধর্মালম্বীদের মহরম। মহরম  উপলক্ষ্যে বডার গোলচক্কর এলাকা থেকে এক রেলির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইসলামের ক্যালেন্ডার অনুসারে, এটি বছরের প্রথম মাস। বিশ্বব্যাপী মুসলমানরা নবি মহম্মদের নাতি এবং হযরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে শোক প্রকাশ করেন এই দিন। এই মহরম উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের তরফে আজ বর্ডার গোলচক্কর এলাকা থেকে এক র‍্যালীর আয়োজন করা হয়েছে।