নিউইয়র্ক, ১৭ জুলাই (হি.স.): কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। মঙ্গলবার তার ক্লাব মায়ামি চোট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, মেসির পায়ের লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
অধিনায়ককে কবে পাওয়া যাবে? এ নিয়ে এক বিবৃতিতে মায়ামি ক্লাব জানিয়েছে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।
মায়ামির কোচ তাতা মার্তিনোও জানিয়েছেন, ইনজুরির কারণে মেসিকে এমএলএসের পরের দুই ম্যাচে পাওয়া যাবে না। পরীক্ষার পর যে রেজাল্ট এসেছে তাতে মেসি আবার কবে মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়।’