নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুলাই: রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী কর্তৃক আক্রান্ত হয়েছেন এক গাড়ির চালক। ঘটনা মঙ্গলবার রাতে। অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের আটক করতে ময়দানে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ।
জানা যায়, এএস০১-এলসি-০৫৩২ নম্বরের একটি মালবাহী লরি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় ২৯কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায় গাড়িটির চালক সুজিত বড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায়। সেই সময় গাড়ির ডিমার লাইট জ্বালানোকে কেন্দ্র করে একদল যুবক ওই এলাকা থেকে গাড়ির চালক সুজিত বড়ুয়ার পিছু ধাওয়া করে।
পরবর্তীতে ভয়ে লরির চালক সুজিত বড়ুয়া উনার লরিটি নিয়ে তেলিয়ামুড়ার দিকে পালিয়ে আসে এবং লরিটি দাঁড় করিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। সেই সময় পিছু ধাওয়া করা ওই দুষ্কৃতিকারী যুবকদের দল উনাকে বেধড়কভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গাড়ির চালককে গুরুতর আহত করে রক্তাক্ত করে ফেলে। সেই সঙ্গে ভাংচুর চালানো হয় লরিটিতে।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া থানার পুলিশ আহত লরির চালক সুজিত বড়ুয়া’কে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ আহত লরির চালক সুজিত’কে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে তেলিয়ামুড়া থানায় আশ্রয় দেয়। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ‘অল ড্রাইভার কল্যাণ সংগঠনের অন্যান্য ড্রাইভার’রা তেলিয়ামুড়া থানায় ছুটে আসে এবং এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
যদিও আক্রান্ত গাড়ির চালক দুষ্কৃতিকারীদের মধ্য থেকে কাউকে চিনতে পারেনি। অন্যদিকে এই অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনার তদন্তে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আটক করার জন্য তৎপরতা শুরু করে।