নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুলাই: চড়িলাম ব্লকে তিপরা মথা দলের মনোনীত প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের আসনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চড়িলাম ব্লকে শাসক দল বিজেপির তরফে পঞ্চায়েত আসনে ৭৫টি নমিনেশন জমা পরে। তিপরা মথা দলের পক্ষে মোট ৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের চারজন প্রার্থী এবং আড়ালিয়া পঞ্চায়েতের মোট পাঁচজন প্রার্থী মথাদলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। কোন দলের পক্ষেই পঞ্চায়েত সমিতি আসনে কোন মনোনয়নপত্র জমা পড়েনি।
বিরোধী দল কংগ্রেস কিংবা সিপিএমের পক্ষে সমিতি কিংবা পঞ্চায়েত আসনে কোন প্রার্থী মনোনয়ন জমা করেনি। তিপরা মথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোঃ শাহ আলম মিয়া এদিন চড়িলাম ব্লকে উপস্থিত হয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে তাদের মনোনয়নপত্র দাখিলের সময় হাজির ছিলেন। মথা নেতা মোঃ শাহ আলম মিয়া বলেন, বাকি আরো কিছু আসনে মথা প্রার্থী দেবে। এবং নির্বাচনে মথার প্রার্থীরা জনগণের আশীর্বাদে জয়লাভ করবে।