অভ্যন্তরীণ অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বেড়েছে ৭ হাজার টাকা প্রতি টন,  কার্যকর হয়েছে নতুন দর

নয়াদিল্লি,  ১৬ জুলাই (হি. স.) : দেশীয় অপরিশোধিত তেলের উপর ফের উইন্ডফল ট্যাক্স বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার উইন্ডফল ট্যাক্স প্রতি টন ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা করেছে। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অভ্যন্তরীণভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উপর বিদ্যমান উইন্ডফল ট্যাক্স প্রতি টন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা করা হয়েছে। তবে পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি (ইটিএফ) রফতানির উপর অতিরিক্ত আবগারি শুল্ক  শূন্যের কোটায় রাখা হয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতেও দেশীয় ট্যাঙ্কারে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়েছিল সরকার। সেই সময়ে, সরকার অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে টন প্রতি ৬,০০০ টাকা করেছিল। ১৫ জুন উইন্ডফল ট্যাক্স ছিল ৩,২৫০ টাকা প্রতি টন। এই মাসে, টানা দ্বিতীয়বারের জন্য উইন্ডফল ট্যাক্স বাড়ানো হয়েছে । প্রসঙ্গত, ভারত ২০২২ সালের জুলাই মাসে অভ্যন্তরীণভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স আরোপ করেছিল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে সরকার প্রতি পাক্ষিকে এটি পর্যালোচনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *