নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই:সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় ঘোষণা দিয়েছে উচ্চ আদালত। আগামী ৩ মাসের মধ্যে তাদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস. দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চে একগুচ্ছ আপিল মামলার রায়ে নির্দেশ দিয়েছেন, ২৩শে আগস্ট ২০১০ এর মধ্যে যারা সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদের নিয়মিতকরণ করতে হবে।
উল্লেখ্য, ২৩ শে ফেব্রুয়ারি ২০২১ সালে উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ. কে কুরেশি ও বিচারপতি এস. জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে স্কীম প্রণয়ন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক রাজ্য সরকার ৩০শে সেপ্টেম্বর ২০২১ সালে স্কীম প্রণয়ন করেন। কিন্তু স্কীম কার্যকর করার সময় বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়।
রাজ্য সরকার জানিয়েছিল, ৩ রা সেপ্টেম্বর ২০০১ এরপর এবং ৩০ শে আগস্ট ২০১০ এর পূর্বে নিযুক্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা ছিলনা। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত শিক্ষকরা রিট মামলা করেন। একক বিচারপতি ২৩ শে মে ২০২৩ ওই মামলাগুলি খারিজ করে দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে অনেকগুলি রিট আপিল হয়। রিট আপিলগুলির দীর্ঘ শুনানি গ্রহন করেন উচ্চ আদালত। আজ ডিভিশন বেঞ্চ রিট আপিলগুলি মঞ্জুর করেছেন প্রদত্ত রায়ে। এদিনের এই রায়ের ফলে কয়েক হাজার সর্বশিক্ষার শিক্ষক উপকৃত হবেন।
আপিল মামলাগুলোতে নিয়মিতকরণ থেকে বঞ্চিত শিক্ষকদের পক্ষে ছিলেন বরিষ্ট আইনজীবী কিরন সূরী, বরিস্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শমীক দেব, তাপস দত্ত মুজমদার, আইনজীবী দিবেন্দু সরকার, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আইনজীবী শংকর লোধ প্রমুখ। সরকার পক্ষে ছিলেন এডভোকেট জেনারেল এস. এস দে প্রমুখ।
| ReplyReply allForwardAdd reaction |

