ভারী বৃষ্টিতে জলমগ্ন কর্ণাটকের কারওয়ার, মৃত এক, নিখোঁজ ৭

বেঙ্গালুরু, ১৬ জুলাই (হি. স.): বৃষ্টিতে বানভাসি কর্ণাটকের একাধিক এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছু নদী। এবার শিরুর গ্রামের বাসিন্দাদের জন্য কারওয়ার জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে।

নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই অঞ্চলের ৭ জন বাসিন্দা এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে আরও ৭ জনকে। পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।