নগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ধিঙে বাঘের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন জনৈক বনকর্মী। জখম বমকর্মীর নাম ফণীধর দেউরি। আহত ফণীধর দেউরিকে সংকটজনক অবস্থায় ধিং এফআরইউ-এ নিয়ে ভরতি করা হয়েছে। তাঁর মুখমণ্ডল এবং ঘাড়ে আঁচড় মেড়েছে উন্মত্ত বাঘ।
ঘটনার খবর পেয়ে বন বিভাগের আধিকারিক, সাধারণ এবং পুলিশ প্ৰশাসনের কর্মকর্তারা গিয়েছেন ঘটনাস্থলে। সম্মিলিতভাবে আত্মগোপনকারী বাঘের সন্ধানে তালাশি চালিয়েছেন বন ও পুলিশ কর্মীরা। তাকে ধরতে পাতা হয়েছে পিঞ্জিরা।

