নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে ২১ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বাজেট অধিবেশনের আগে ২১ জুলাই বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন কিরেন রিজিজু। বেলা এগারোটা নাগাদ পার্লামেন্ট হাউস এনেক্স-এর মেইন কমিটি রুমে এই বৈঠক হবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২২ জুলাই। এরপর ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংসদের বাজেট অধিবেশন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
2024-07-16