নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরও আহত হয়েছেন তিনজন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খুব খবর দিলে তারা আহতদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেলে বাইপাস রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন বিজয় পাল(১৮), প্রিয়াঙ্কা শর্মা(১৯), রত্নপ্রদীপ ভট্টাচার্য(১৮)। আহত তিনজনেরই চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।