ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষদিকের ম্যাচে পান্তৌয় স্পোর্টিং সোসাইটি যেন অনেকটাই জ্বলে উঠেছে। প্রথম তিনটা ম্যাচের ফলাফল পান্তোয়ের পক্ষে হলে সাফল্যের শীর্ষে পৌঁছে যেত নবাগত এই দলটি।রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবলে নিয়মরক্ষার ম্যাচে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় কেশব সংঘ ও পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে, ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফুটবল মরশুম শেষ করলো পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। এদিনের ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করে খেলার ৪০ মিনিটে পাপুরাজ জমাতিয়া ও ৫৮ মিনিটে নেলসো এিপুরা। পক্ষান্তরে কেশব সংঘের ছেলেরা গোল পরিশোধে তেমন কোনো সুযোগ পায়নি। উপরন্তু খেলায় অসদাচরণের দায়ে বিজিত কেশব সংঘের দুজন ফুটবলারকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত, লিটন সাহা ও সুপ্রিয়া দাস। বুধবার লিগের শেষ ম্যাচে কেশব সংঘ খেলতে নামবে ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে।
2024-07-15