নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: সোমবার উল্টো রথের দড়িতে টান দিতে জগন্নাথ বাড়িতে ভীড় জমান রাজধানীর ধর্মপ্রাণ নাগরিকরা। রথযাত্রার ন্যায় উল্টো রথের দিনেও রাজধানী আগরতলা ব্যাপী সাধারণ ধর্মপ্রাণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিন জগন্নাথ মন্দির, ইসকন মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠান হয়। সকাল থেকেই মন্দিরগুলিতে ধর্মপ্রাণ নাগরিকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মূলত বিকেল বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি আরো বৃদ্ধি পায়।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক আধিকারিকরা ছিল তৎপর। মন্দিরগুলির সামনে ভিড় সামলাতে এবং রাস্তার যানজট নিরসনে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি ছিল এদিন লক্ষণীয়।
এদিন মহা আনন্দে উল্টো রথের দড়িতে টান দিয়েছেন এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণেরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সম্পন্ন হল এই বছরের রথযাত্রা।