মুম্বই, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। একইসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদীজি আমাদের শত্রু নন। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বনদম্পতিকে আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের অনুষ্ঠানে আসেন জ্যোতির্মঠ এবং দ্বারকা পীঠের শঙ্করাচার্য। তাঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ প্রসঙ্গে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বলেছেন, “হ্যাঁ, তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমার কাছে এসে ‘প্রণাম’ করেছিলেন। যে আমাদের কাছে আসবে, আমরা তাঁকেই আশীর্বাদ করব এটাই আমাদের নিয়ম।
নরেন্দ্র মোদী আমাদের শত্রু নন। আমরা তাঁর শুভাকাঙ্খী এবং সর্বদা তাঁর কল্যাণে কথা বলি। তিনি যদি ভুল করে থাকেন, তাহলে আমরা সেটাও তুলে ধরি।”

