নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুলাই: সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে উদ্বোধন হলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মেধা ১.০এর উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলার ডঃ রতন কুমার সাহা, উত্তর জেলা শিক্ষা বিভাগের ওএসডি কৃতি সুন্দর দে এবং ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন।
উত্তর এবং ঊনকোটি জেলার ৩৬টি বিদ্যালয়কে বেছে নিয়ে প্রতিটি বিদ্যালয় থেকে ভালো ফলাফল হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে এমন পাঁচজন করে ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণকে তাদের নিরলস পরিশ্রমের জন্য মঞ্চে ডেকে এনে সম্মানিত করা হয়।
রাজ্যের একটি প্রাইভেট ইউনিভার্সিটির আত্মপ্রকাশ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘটলো। এতদিন যাবত শুধু এর কলেজগুলি চলত। এখন থেকে ইউনিভার্সিটির আত্মপ্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন বিভাগে বিশেষ করে আন্ডারগ্রেজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি স্তরে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই প্রাইভেট ইউনিভার্সিটি আত্মপ্রকাশ।
এতদিন ধরে উত্তর জেলার ছাত্র-ছাত্রীদের ভালো পড়াশোনা করার জন্য বহি:রাজ্যে যেতে হতো। আবার অনেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াতেন। বেশি দূরবর্তী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিভাবকরা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারতেন না। এখন আগরতলার আনন্দনগরের মহেশখলাতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি উদ্বোধনে সাধারণ মানুষ তাদের দাবি জানাতে পারবে এবং সঠিক প্লেসমেন্ট হল কিনা তা নিয়ে সোচ্চার হওয়ার একটা সুবিধা হয়ে গেল।
ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীরা বেছে নেয় কোন কোর্স তাদের জন্য ভালো এবং সময়োপযোগী যা দিয়ে ভবিষ্যতে জীবন গড়া সম্ভব। এখন ত্রিপুরাতে বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি এর আত্মপ্রকাশে মানুষের আগের অসুবিধা গুলি অনেকটা লাঘব হবে বলে এই ইউনিভার্সিটিটির ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা জানিয়েছেন।