BRAKING NEWS

মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই–সহ ৫

হায়দরাবাদ, ১৫ জুলাই (হি. স.) :  মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই আমনপ্রীত সিং। তিনি ছাড়া আরও ৪ জনকে সোমবার গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। আমনপ্রীত, অনিকেত রেড্ডি, প্রসাদ, মধুসূদন এবং নিখিল দামান-এই পাঁচ অভিযুক্তই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ডাক্তারি পরীক্ষার পরে তাঁদের আদালতে তোলা হয়েছে।কয়েকদিন আগে তেলেঙ্গানা অ্যান্টি-নার্কোটিকস ডিপার্টমেন্ট মাদকচক্রের পর্দাফাঁস করে। বাজেয়াপ্ত করা হয় ২.৬ কেজি কোকেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মাদকের ক্রেতাদের খোঁজে তল্লাশি শুরু করে। এরপর আমনপ্রীত–সহ ৩০ জনকে চিহ্নিত করা হয়। সোমবার অভিনেত্রীর ভাই সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।সাইবরাবাদের ডিসিপি শ্রীনিবাস বলেছেন, ‘মাদক ক্রয় করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। অভিযুক্তদের হেপাজতে নেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, ২০২২ ও ২০২১ সালে মাদক পাচার এবং সেবনের মামলায় রকুলপ্রীত সিংকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বছরও এই বিষয়ে তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য রেকর্ড করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *