বেহাল দশা রাস্তা, সংস্কারের দাবি এলাকাবাসীর 

আগরতলা, ১৫ জুলাই: দীর্ঘ কয়েক বছর যাবৎ সোনামুড়া মহকুমার নলছড় আর ডি ব্লকের অন্তর্গত চন্দনমুরা গ্রাম পঞ্চায়েতের বটতলী বাজার লাগোয়া পাড়ায় যাওয়ার রাস্তা বেহাল দশা। ফলে, বর্ষা মরশুমে চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। অবশেষে বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার নলছড় আর ডি ব্লকের অন্তর্গত চন্দনমুরা গ্রাম পঞ্চায়েতের বটতলী বাজার লাগোয়া পাড়ায় যাওয়ার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। এই বর্ষা মরসুম শুরু থেকেই এই রাস্তাটিতে জল জমাট বেঁধে আছে এবং এই রাস্তার পাশেই রয়েছে  ক্ষিতীশ শিক্ষা কেন্দ্র নামে একটি অঙ্গনওয়ারী সেন্টার। দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমাট বেঁধে থাকার ফলে এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশুনা করতে আসছে না। যদিও হাতেগোনা কয়েকজন শিশুকে তাদের অভিভাবকরা কুলে কিংবা কাঁধে করে নিয়ে আসতে হয়। 

আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক এলাকাবাসী জানিয়েছেন, এই সমস্যার কথা একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষদের জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত রাস্তা থেকে জল সরিয়ে সংস্কার করার কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট পঞ্চায়েত। যার ফলে রাস্তার এই বেহাল দশার কারণে স্থানীয় এলাকাবাসীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে। এমন কি রাস্তার এই সমস্যার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষা লাভ করতেও আসছে না  শিশুরা। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই যেন এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।