আগরতলা, ১৫ জুলাই: চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার সহ এক যুবককে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী।
পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, গত ১৩ জুলাই আগরতলা বনেদি জুয়েলারি শ্যামসুন্দর কোং দোকানে চুরি হয়েছিল। চুরি যাওয়ার বিষয়টি জুয়েলারি দোকানের মালিক দেখতে পেয়ে পূর্ব থানায় মামলা করেছিলেন। মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরবর্তীতে পূর্ব থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করে।
তিনি আরও বলেন, নতুন টেকনিক ব্যবহার করে জুয়েলারি শোরুম থেকে ২৬ হাজার টাকার স্বর্ণের আংটি নিয়ে যায় মলয়নগরের বাসিন্দা রজত সাহা। মলয়নগর থেকে রজত সাহাকে গ্রেফতার করে পুলিশ। আগেও সে এবং তার সঙ্গীরা এইভাবে চুরি করে আসছিল। আজ তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।