কেদারনাথ থেকে উধাও ২২৮ কেজি সোনা, বিস্ফোরক অভিযোগ জ্যোতির্মঠ শঙ্করাচার্যের

মুম্বই, ১৫ জুলাই (হি.স.): বিস্ফোরক অভিযোগ করলেন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার তিনি বলেছেন, কেদারনাথ থেকে উধাও হয়ে গিয়েছে ২২৮ কেজি সোনা। দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণ প্রসঙ্গে মন্তব্য করতেই ক্ষোভে ফেটে পড়েন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।

এদিন মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে, সেই প্রসঙ্গ উঠছে না কেন? সেখানে কেলেঙ্কারি করার পর এখন দিল্লিতে কেদারনাথ তৈরি হবে? এবং তারপর আরেকটি কেলেঙ্কারি হবে। কেদারনাথ থেকে ২২৮ কেজি সোনা উধাও। কোনও তদন্ত শুরু হয়নি। এর জন্য দায়ী কে?… এখন বলছে তারা দিল্লিতে কেদারনাথ নির্মাণ করবে, এটা হতে পারে না।”