নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুলাই: অমানবিক ট্রাফিক পুলিশের ভূমিকা ঘিরে ধর্মনগরের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্রাফিক আইন অমান্য করায় এক যুবককে লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মোবাইল ডিউটিরত ট্রাফিক পুলিশের অমানবিক আচরণে আহত প্রাপ্ত হয়েছে এক যুবক। ঘটনা গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ধর্মনগর কৃষ্ণপুর রোডের রাজবাড়ী এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় যুব রাজনগর থেকে কৃষ্ণপুর হয়ে ধর্মনগর এর অভিমুখে আসার সময় রাজবাড়ীর ট্রাই জংশন এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে দাঁড়ানোর নির্দেশ দেয়। সে বাইক ঘুরিয়ে পালিয়ে যেতে চাইলে পেছন দিক থেকে এসে ডিউটিরত পুলিশকর্মী বাইক আরোহী এক যুবকের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই যুবক পুলিশের লাঠির ঘা খেয়ে বাইক নিয়ে রাস্তায় পড়ে যায়, মাথায় এবং পায়ে আঘাত লাগে তার এবং আহত হয় ওই যুবক। এই দৃশ্য দেখে পথ চলতি জনগণ এগিয়ে এসে তার প্রতিবাদ জানায়। নিমেষের মধ্যে ঘটনাস্থলে বহু লোকের ভিড় জমে যায়। পুলিশের এই অমানবিক আচরণে নিন্দা জানায় প্রত্যক্ষদর্শীরা।
অল্পতেই বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় বাইক চালকসহ বাইকের পেছনে বসে থাকা দুই যুবক। উপস্থিত জনগণের রোশনাল থেকে নিজেদের বাঁচাতে পুলিশ আহত যুবককে নিজেদের গাড়িতে করেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা উদ্দেশ্য নিয়ে যায়। তবে মোবাইল চেকিং এর দায়িত্বে থাকা পুলিশ অফিসার সুলেমান রিয়াং জানান পুলিশের তরফ থেকে কাউকে লাঠি দিয়ে আঘাত করা হয়নি। তিনি জানান মোবাইল চেকিং এর সময় একটি বাইকে করে তিন যুবক বিনা হেলমেটে আসছিল, তাদেরকে সিগনাল দেওয়া হলে সেখান থেকে বাইক ঘুরিয়ে পালিয়ে যেতে চাইলে তখন বাইক ঘুরাতে গিয়ে একাই যুবক বাইক নিয়ে রাস্তায় পড়ে যায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গোটা এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।