লেক মলের কাছে ঝুলন্ত দেহ উদ্ধার ফুল ব্যবসায়ীর, ছড়ালো চাঞ্চল্য

কলকাতা, ১৪ জুলাই (হি.স.): শনিবার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার হয়েছিল এক মহিলার পচা গলা দেহ। তার রেশ কাটতে না কাটতেই রবিবার ভোরে লেক মলের সামনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল আরও এক মৃতদেহ। রবিবার ভোর পাঁচটা নাগাদ মলের কাছের একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।  পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি পেশায় একজন ফুল ব্যবসায়ী। নাম বিশু হালদার। লেক মলের সামনেই রয়েছে তাঁর ফুলের দোকান। তিনি ব্যবসায় মন্দার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন বলেই জানা যাচ্ছে। এর জেরেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।