ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বডি বিল্ডিং এর রাজ্য আসর অনুষ্ঠিত হচ্ছে আগামী আগস্ট মাসে। দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে এর জন্য রাজ্য সংস্থার পুনর্গঠিত কমিটি অতি সম্প্রতি বৈঠকে বসে তার দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি আগরতলায় “মিস্টার ইন্ডিয়া” আয়োজনের প্রস্তাব নিয়েও পজিটিভ চিন্তাভাবনা করা হচ্ছে। ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন এর সঙ্গে এ বিষয়ে কথা বলে আগামী সময়ে বিষয়টা চূড়ান্ত রূপ পাবে বলে পুনর্গঠিত কমিটির পক্ষ থেকে জনৈক মুখপাত্র ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ দুপুরে আগরতলায় এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংস্থার রাজ্য সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট অল ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি পুনর্গঠিত হয়েছে। চলতি ২০২৪ থেকে ৪ বছরের জন্য অর্থাৎ২০২৮ পর্যন্ত এই পুনর্গঠিত কমিটিতে সভাপতি ডঃ দিলীপ দাস, সাধারণ সম্পাদক বাদল সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে রাজীব সাহা মনোনীত হয়েছেন। এছাড়া, উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর রায়। রবিবার অনুষ্ঠিত রাজ্য সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সহ-সভাপতি স্বপন সাহা, সম্পাদক সুজিত রায়, বিপ্লব দত্ত, মিহির শীল, স্পোর্টস সেলের কমল দে সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।