ক্যানিং, ১৪ জুলাই (হি.স.): বার বার সতর্ক করা সত্ত্বেও ম্যানগ্রোভ ধ্বংস রোধ করা যাচ্ছে না। এবার ম্যানগ্রোভ কেটে কংক্রিটের নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম মোস্তফা শেখ। ক্যানিং থানার ইটখোলা কাছারি ঘাট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরে এই কাছারি ঘাট এলাকার ম্যানগ্রোভ কেটে সেখানে কংক্রিটের বাড়ি তৈরীর কাজ করছিল অভিযুক্ত। শনিবার সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নির্মীয়মান বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি আটক করে অভিযুক্তকে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এস ডি পি ও ক্যানিং রাম কুমার মন্ডল বলেন, ” ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে। বেআইনি ভাবে ম্যানগ্রোভ নিধন দেখেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”