ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে বি-গ্রুপ থেকে ফাইনালে জায়গা করে নিলো সরোজ সংঘ। লিগে বি-গ্রুপের লড়াইয়ে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় স্বামী বিবেকানন্দ ক্লাব ও সরোজ সংঘ। এদিনের ম্যাচটি ছিলো স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে লড়াইয়ে টিকে থাকার ম্যাচ, অন্যদিকে সরোজ সংঘের কাছে ছিলো ফাইনাল খেলা নিশ্চিত করার। ফলে একপ্রকার মরন-বাচার লড়াই ছিলো স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে। এদিনের ম্যাচে নামার আগে গ্রুপ লিগে স্বামী বিবেকানন্দ ক্লাবের সংগ্রহে ছিলো ৬ ম্যাচে ১৩ পয়েন্ট, অন্যদিকে সরোজ সংঘের সংগ্রহে ছিলো ৫ ম্যাচে ১৫ পয়েন্ট। ফলে জয় ছাড়া বিকল্প ছিলো না স্বামী বিবেকানন্দ ক্লাবের কাছে। এই ম্যাচেই সরোজ সংঘের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এবছর ফুটবল মরশুম শেষ করলো স্বামী বিবেকানন্দ ক্লাব। যদিও এদিনের ম্যাচটি লড়াই করেছিলো উভয় দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত লড়াই করে স্বামী বিবেকানন্দ ক্লাব কে পরাজিত করলো সরোজ সংঘ। ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল দুটি করে খেলার ৬৫ মিনিটে বিপ্লব দেববর্মা ও ৮৭ মিনিটে মনীষ দেববর্মা। সি-ডিভিশন এই ফুটবল আসরে বি-গ্রুপে টানা ৬ ম্যাচে জয় লাভ করে ১৮ পয়েন্ট নিয়ে, ১ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলার পাশাপাশি আগামি বছর বি-ডিভিশন জায়গা করে নিলো সরোজ সংঘ। লিগের শেষ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে বুধবার সরোজ সংঘ, উমাকান্ত কোচিং সেন্টারের মুখোমুখি হবে।