গুয়াহাটি, ১৪ জুলাই (হি.স.) : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে ট্রাম্পের ওপর হামলার পর মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ডানপন্থী নেতারা উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তবে এ ধরনের আক্রমণ ‘জাতি প্রথম’ মতাদর্শকে ক্ষুণ্ণ করতে পারবে না। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব আরও বলেন, সনাতন দর্শন ‘জননী জন্মভূমি চ স্বর্গাদপি গড়িয়সী’-র প্রতিধ্বনি করে। তিনি বলেন, উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন ডানপন্থীরা। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘শারীরিক বা অন্যভাবে, বিশ্বজুড়ে ডানপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তু। তবে এ সব হামলা ‘জাতি প্রথম’ (ন্যাশন ফার্স্ট) আদর্শকে পরাজিত করতে পারবে না। এটি গভীর আধ্যাত্মিকতায় নিহিত এবং ‘জননী জন্মভূমি চ স্বর্গাদপি গড়িয়সী’ সনাতন দর্শনে অনুপ্রাণিত।’’ এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে শক্ত অবস্থান নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।