আগরতলা, ১৩ জুলাই: ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন প্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। দলের প্রতি বিরাগভাজন হয়েই তারা দল ত্যাগ করে শাসক দলের শামিল হয়েছেন।
সংবাদ সূত্রে জানা গেছে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী হতে না পেরে কংগ্রেস দলের পনের বছরের গ্রাম পঞ্চায়েতের প্রধান মবশীর আলী তিনি ইরানি গ্রাম পঞ্চায়তের প্রধান ছিলেন ও পুর্ব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রজব আলী কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন। কংগ্রেস দল আসন্ন পনচয়েত নির্বাচনে তাদের দলীয় প্রার্থী চয়ন করবে না জেনে এরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দান করেন। তাদের সাথে ইরানি গ্রাম পঞ্চায়েতের মকদুছ আলী ওআরোএকজনযোগদান করে।
এছাড়া পুর্ব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েতের ছরকুম আলী সহ তার পরিবার ও যোগদান করেছে। ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বি জে পির সাধারণ সম্পাদক অরুন সাহা ও অন্যান্য নেতৃবৃন্দরা।অরুন সাহা কংগ্রেস ছেড়ে আসা দের দলে গ্রহন করেন।এই দল ত্যাগে কংগ্রেস দলের বড়সড় খতি হবে বলে তথ্য বিজ্ঞ মহলের অভিমত।