(আপডেট) রিলস বানানোর মোহ! অণ্ডালে দামোদর নদে ডুবে মৃত্যু এক যুবতীর

দুর্গাপুর, ১৩ জুলাই (হি.স.) : রিলস বানাতে গিয়ে দামোদর নদে তলিয়ে মৃত্যু হল এক যুবতীর। এখনও নিখোঁজ আরও একজন। শনিবার ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার মদনপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে দামোদর নদের পাড়ে মোবাইল ফোনে রিলস বানাচ্ছিলেন তিনজন যুবতী। আচমকাই তলিয়ে যেতে শুরু করেন তাঁরা।  চিৎকার-চেঁচামিচি শুনে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি জীবিত আছেন বলে জানা গিয়েছে। আরও একজন যুবতীকে উদ্ধার করা হয়। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ আরও এক যুবতী। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলাকারী দল।   স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডালের ১২ নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ (২২) এবং তাঁর মাসির দুই বোন বিউটি পাশওয়ান (২০) ও প্রিয়াঙ্কা পাশওয়ান (২৩)। তাঁরা রাঁচির বাসিন্দা। শনিবার সকালে মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউস নদী ঘাটে তাঁরা স্নান করতে এসে ভিডিও বানাতে শুরু করেন। আচমকা নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন জ্যোতি প্রসাদ ও বিউটি পাশওয়ান। প্রিয়াঙ্কাকে উদ্ধার করা সম্ভব হলেও, তলিয়ে যান জ্যোতি প্রসাদ ও বিউটি পাসওয়ান । দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদীর ঘাটে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে নেমে তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণ পর বিউটি পাশওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *