আগরতলা, ১৩ জুলাই: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। তাই “গাছ লাগান প্রাণ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৩ই জুলাই উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে ঊনকোটি জেলার চন্ডিপুর ব্লকের অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এই বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রুদ্র পাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পঞ্চায়েত সচিব সুরঞ্জিত সিনহা । এছাড়াও বিভিন্ন স্ব সহায়ক দলের এবং উদ্ভাবনী সামাজিক সংস্থা কৈলাশহর শাখার সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৈলাশহর শাখার অর্গানাইজার অভিজিৎ সরকার । এছাড়াও আজ সংস্থার ধর্মনগর শাখার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার খেরেনজুরী এসবি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপন কর্মসূচি।
তাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কোষাধক্ষ্য সৈকত দাস।