আগরতলা, ১৩ জুলাই: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। ২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনের মতোই এবছর আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত হবে। কিন্তু উদ্বেগের বিষয়, ওই কলঙ্কিত অধ্যায়ের নিবার্চন কমিশনের নামও জড়িত হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সিপিএম সমর্থিত প্রার্থীরা দূষ্কৃতিদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। দূষ্কৃতিদের হামলায় একাংশ কর্মী ও নেতারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন থেকেই সারা রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। নির্বাচন সম্পন্ন হতে তা ভয়াবহ আকার ধারণ করবে।
এদিন তিনি আরও বলেন, সিপিএমের একাংশ প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। তাই রাজ্যের সন্ত্রাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সকালে সিপিএমের এক প্রতিনিধি দল ৪ দফা দাবিতে নির্বাচন কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।
দাবিগুলো হল, আগামী ২৫ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ানো, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র জেলা শাসকের কার্যালয়ের জমা দেওয়ার নিয়ম করা এবং আটটি জেলাতে অতিরিক্ত কাউন্টার তৈরি করা, বিরোধীদলের সর্মথিত প্রার্থীদের নিরাপত্তার সাথে এসকটের মাধ্যমে মনোনয়ন পত্র জমার ব্যবস্থা করা এবং সন্ত্রাসের বাতাবরণ কায়েমে যারা যুক্ত তাদের অতিসত্বর গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

