সস্ত্রীক সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হেমন্তের, চর্চা নানা বিষয়ে

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শনিবার দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সঙ্গে ছিলেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনও। নানা বিষয়ে তাঁদের মধ্যে চর্চা রয়েছে। যদিও, আলোচ্য বিষয় প্রকাশ্যে আনা হয়নি। হেমন্ত সোরেন এদিন বলেছেন, “জেল থেকে বেরোনোর পর সোনিয়া জির সঙ্গে আমার দেখা হয়নি। তাঁর সঙ্গে দেখা করতেই আমি এসেছি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। ভারতীয়রা অত্যন্ত সহনশীল এবং সহযোগিতামূলক। যতক্ষণ পর্যন্ত সম্ভব তাঁরা অনেক কিছু সহ্য করে, তারপর নিজেদের রায় দেয়.. বিজেপি বিচার বিভাগকে অপমান করেছে। আমি আশা করি অরবিন্দ কেজরিওয়াল শীঘ্রই জামিন পাবেন।”