আগরতলা, ১৩ জুলাই: ত্রিপুরা জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিএম। আজ সিপিএমের নেতৃত্বরা পুলিশ মহা নির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছে শাসক দল। সিপিএমের সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলে বাধা দিচ্ছে।রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট প্রার্থী কর্মীদের উপর হামলা হুজ্জতির অভিযোগে পুলিশের ভূমিকায় নেই। পুলিশের সামনে সিপিএমের একাংশ কর্মী নেতারা আহত হয়েছেন। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
এদিন তিনি আরও বলেন, সিপিএম বিগত দিনে নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়ে আসছে। কমিশনের নিকট রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে আসছে। কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করে নি। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করছ শাসক দলের আশ্রিত দূর্বৃত্তরা। আহ এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

