সিপিএম লাশ চাইছে, বনধের বিরোধীতায় বামেদের বিঁধল বিজেপি

আগরতলা, ১৩ জুলাই : সিপিএম লাশ চাইছে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে সন্ত্রাসের ঘটনায় সিপিএমকে এভাবেই বিঁধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আগামীকাল বামেদের ডাকা বনধের বিরোধীতায় তাঁর আবেদন, রাজ্যে অস্থিরতা কায়েম, উস্কানি দেওয়া, প্ররোচনা এবং বিভ্রান্তির চেষ্টার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলুন। 

আজ রাতে সাংবাদিক সম্মেলনে নবেন্দু বলেন, মৃত্যু কখনোই কাম্য নয়। পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে তাঁর আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি নবেন্দু সমবেদনা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বামফ্রন্ট প্রার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করবে। তিনি নিশ্চিত, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে। তাঁর মতে, রাজ্যে আইনের শাসন কায়েম রয়েছে এবং বজায় থাকে সে-দিকে দৃঢ়চিত্তে চেষ্টা চলছে। 

এরপরই তিনি রাজ্যে সিপিএমের শাসনে পরিস্থিতি স্মরণ করতে বলেছেন। তাঁর কথায়, সিপিএমের জমানায় পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি কেমন ছিল প্রবীণ কংগ্রেস নেতারা স্মরণ করুন। তাঁর দাবি, বিজেপি চাইছে রাজ্যে নির্বাচন হোক। কিন্তু, বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছেন না, সেই দায় বিজেপি নেবে না। তাঁর কটাক্ষ, সিপিএমের মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু তাঁদের কথা কেউ শুনতে চাইছেন না। এভাবেই তাঁরা তাঁদের কৃতকর্মের ফল ভোগ করছেন। 

নবেন্দু এদিন জোর গলায় দাবি করেন, ২০১৮ এবং ২০২৩ বিধানসভা নির্বাচন শেষে নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। কিন্তু, আজ যাঁরা জনবিচ্ছিন্ন তাঁরা শুধুই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। তাঁর সাফ কথা, বিরোধীদের প্ররোচনা এবং ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য ইতিমধ্যে বুথ স্তর পর্যন্ত সকলকে সতর্ক করে বার্তা পাঠানো হয়েছে। 

তাঁর কথায়, বনধের রাজনীতি বিজেপি বরদাস্ত করে না। তাই, আগামীকাল বামেদের ডাকা বনধে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নেবে। জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর দৃঢ় বিশ্বাস, রাজ্যের মানুষ বিরোধীদের ওই অপচেষ্টা প্রত্যাখ্যান করবেন। তাই তাঁর আবেদন, রাজ্যে অস্থিরতা কায়েম, উস্কানি দেওয়া, প্ররোচনা এবং বিভ্রান্তির চেষ্টার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলুন। 

নবেন্দু এদিন সুর চড়িয়ে বলেন, রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতির অনুপ্রবেশ বামেরা ঘটিয়েছেন। এখন রাজ্যে অস্থিরতা কায়েমে সিপিএম লাশ চাইছে। কিন্তু, বিজেপি বরাবরই সন্ত্রাসের বিরোধী এবং সিপিএমের ওই ষড়যন্ত্রের কড়া হাতে মোকাবিলা করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *