কলকাতা, ১৩ জুলাই, (হি স): কাশী বোস লেনে পুরসভার কাজ চলছিল। সে সময় রাস্তা খুঁড়তেই বেরিয়ে এল একটি দেহ। প্রাথমিক ভাবে মহিলার দেহ বলেই মনে করা হচ্ছে। দেহের পরনে ছিল টি শার্ট। কার দেহ, কে সেখানে রেখে গিয়েছেন, খোঁজ করছে পুলিশ। আপাতভাবে দেহটি বেশি পুরনো না বলেই মনে করা হচ্ছে। কিন্তু উত্তর কলকাতার এমন ব্যস্ত এলাকায় দেহটি কী ভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। কত দিন ধরেই বা এই দেহ রয়েছে, সেই প্রশ্নও উঠেছে। মৃত পুরুষ নাকি মহিলা, মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।
2024-07-13