শাসক দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান  ৫০ জন ভোটার

আগরতলা, ১৩ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলায় শাসক দলে ভাঙ্গন দেখা দিয়েছে। শাসক দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছে সাত পরিবারের ৫০ জন ভোটার। আরো বেশ কিছু শাসক দলের লোকজন কংগ্রেসে যোগদানের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

 এ নিয়ে শাসকদলের নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। দলত্যাগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

শনিবার দুপুর বেলা কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপাব ২ নং ওয়ার্ডে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিনের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত যোগদান সভায় ৭ পরিবারের মোট ৫০ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস দলের অন্যতম নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যী।, চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সমরুর পার গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল দখল করবে। শাসকদলের একজন জবরদস্ত মন্ত্রী থাকা সত্ত্বেও দলত্যাগ শুরু হয়েছে। তাতে শাসক দলের  অভ্যন্তরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।