ক্রীড়া প্রতিনিধি আগরতলা। জাতীয় স্তরের সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্য দল গঠন করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজন করে এক ফিটনেস ক্যাম্প। আগামী ১৬ জুলাই থেকে নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে শুরু হতে চলেছে এই শিবির। আর এই শিবিরে অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডাক পেলেন ২৯ জন মহিলা ক্রিকেটার। মনোনীত এই ক্রিকেটারদের ১৬ জুলাই বেলা বারোটায় পুলিশ ট্রেনিং একাডেমি রাউন্ডে রিপোর্ট করার জন্য আহ্বান জানান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে। ক্রিকেটাররা হলেন সদরের অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, ঋজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, অমবেশা দাস, সুলক্ষণা রায়, প্রিয়াঙ্কা সাহা, নিকিতা সরকার। খোয়াইয়ের প্রিয়া সূত্রধর, মৌমিতা দেব, অনামিকা দাস, উদয়পুরের পূজা দাস ,অন্তরা দাস বিশালগড়ের শিউলি চক্রবর্তী, ইন্দ্র রানী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, রুম্পা সিনহা, সৌরভী রায়। শান্তির বাজারের সুপ্রিয়া দাস, কৈলাশহরের সুউটি সিনহা, তেলিয়ামুড়ার সেবিকা দাস, প্রিয়াঙ্কা দাস, ধর্মনগরের ঝুমকি দেবনাথ ও পূজা পাল। শিবিরে অতিথি ক্রিকেটার হিসেবে ডাক পেলেন তমান্না নিগম ও রেশমি নায়েক। সিনিয়র মহিলা দলের প্রশিক্ষক হিসেবে রয়েছেন নারায়ণ চন্দ্র দাস ও রুমা দাস। দলের ট্রেইনার হর্ষিতা কৃষ্ণমূর্তি এবং ফিজিও হিসেবে রয়েছেন ইরানি দেববর্মা ও মিষ্টি দেব।
2024-07-13