মুম্বই, ১২ জুলাই (হি. স.) : একান্ত বৈঠক মমতা-উদ্ধবের। শুক্রবার ‘মাতোশ্রী’তে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উদ্ধব ঠাকরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। দুজনে বৈঠক করেন। আম্বানিপুত্র অনন্তের বিয়ে উপলক্ষে মুম্বইতে হাজির হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিয়েবাড়ির মাঝেই রাজনৈতিক কর্মসূচিতে উদ্ধবের সঙ্গে বৈঠক করেন মমতা।
বৃহস্পতিবার দুপুরে মুম্বই উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বলেছিলেন, শুক্রবার বিয়েবাড়ি যাওয়ার আগে তিনি উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে কথা বলবেন। ভোটের পর থেকে আর তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। এর পর সন্ধেবেলা জিও ওয়ার্ল্ডে তারকাখচিত বিয়েবাড়িতে হাজির হবেন, অনন্ত-রাধিকাকে আশীর্বাদ সেরে শনিবার সকালে ফিরে আসবেন কলকাতায়।