আগরতলা, ১২ জুলাই: আজ থেকে শুরু হয়েছে খার্চি পূজার আচার-অনুষ্ঠান। প্রথম দিন ঘটা করে জারি পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজোর মাধ্যমে জল শুদ্ধিকরণ করা হয়ে থাকে বলে জানান মন্দিরের জনৈক চন্তাই।
প্রসঙ্গত, আগামী ১৪ জুলাই থেকে পুরাতন আগরতলাস্থিত চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে ৭ দিন ব্যাপী খার্চি মেলা ও উৎসব। খার্চি মেলাকে সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে। নব সাজে সেজে উঠছে চৌদ্দ দেবতা মন্দির। সাতদিন ব্যাপী খার্চি মেলায় দেশ ও বিদেশ থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হবে লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

