ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পখীলা বোড়ার দুর্দান্ত হ্যাটট্রিক। মোক্ষম জবাব দিয়েছে জম্পুইজলা প্লে সেন্টার। হারিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। পক্ষান্তরে ত্রিপুরা স্পোর্টস স্কুলের অপরাজেয় রথ কে থামালো জম্পুইজলা। প্রথম লীগে ০-৩ গোলে পরাজয়ের দারুন জবাব দিয়েছে আজ। শুক্রবার মহিলা ফুটবলের ফিরতি লীগের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার ৪-১ গোলের ব্যবধানে স্পোর্টস স্কুল কে পরাজিত করে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে। ১৯ জুনে প্রথম লীগের খেলায় স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করেছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলের ম্যাচে প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। প্রথম গোল খেলার ১১ মিনিটের মাথায় পখীলা বোড়ার পা থেকে। সাত মিনিট বাদে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিনিতা সিনহা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দুই মিনিট বাদে ফের পখীলার গোল, দল এগিয়ে যায় দুই-এক গোলের ব্যবধানে। প্রথমার্ধের ইনজুরি টাইমে পখীলাই আরও একটি গোল করলে তার নিজের হ্যাটট্রিক হয় এবং দল ৩-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে গেলেও গোলের সন্ধান কেউ পাচ্ছিল না। অবশেষে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে জম্পুই জলার সোয়ারি দেববর্মা একটি গোল করলে ব্যবধান ৪-১ এ চূড়ান্ত হয়। দুর্দান্ত হ্যাটট্রিক এর সুবাদে পখীলা পায় ম্যাচের সেরার প্রাইজ মানি পুরস্কার। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অরিন্দম মজুমদার, উৎপল চৌধুরী, পল্লব চক্রবর্তী ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: সকাল ৮টায় ফুলো ঝানু বনাম চলমান সংঘ।