অমরাবতী, ১২ জুলাই (হি. স.) : কুর্সি হারানোর পর এবার বিপাকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাঁর বিরুদ্ধে দায়ের হল খুনের চেষ্টার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও দুই আইপিএস আধিকারিক ও দুই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর দায়ের করেছে চন্দ্রবাবু নাইডুর পুলিশ।
জানা গেছে, তেলুগু দেশম পার্টির বিধায়ক রঘুরাম কৃষ্ণ রাজু পুলিশে এফআইআর করেছেন। অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। জগনমোহন রেড্ডি, আইপিএস অফিসার পিভি সুনীল কুমার, পিএসআর সীতারমনজানেইউলু, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আর বিজয় পাল ও গুন্টুর সরকারি জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট জি প্রভায়তের বিরুদ্ধে খুনের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।