চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে  উত্তেজনা খণ্ডঘোষে

খণ্ডঘোষ, ১২ জুলাই (হি. স.) : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা । অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে মারমুখী জনতার মুখে পড়ে যায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রোজকার মতো স্কুলে গিয়েছিল ওই পড়ুয়া। অভিযোগ, ক্লাস চলাকালীন সময়ে আচমকা ওই ছাত্রীর সঙ্গে স্কুলেরই এক শিক্ষক অশালীন আচরণ করতে থাকেন। পরে ওই ছাত্রী পুরো ঘটনার কথা মা-বাবার কাছে খুলে বলে। প্রতিবেশীদেরও জানায়। ঘটনার কথা শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। একজোট হয়ে স্কুলে বিক্ষোভও দেখাতে শুরু করেন। অভিযুক্তের কড়া শাস্তিরও দাবি ওঠে। উত্তেজনার খবর পেতেই এলাকায় আসে পুলিশ। কিন্তু, পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন এলাকার লোকজন। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আরও তপ্ত হয় পরিস্থিতি। ওই শিক্ষক ছাড়াও আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সকলেই পাঠানো হচ্ছে আদালতে।