রাজকোট, ১২ জুলাই (হি. স.): পুণে ও মুম্বইয়ের ঘটনার পুনরাবৃত্তি হল গুজরাটে। বৃহস্পতিবার রাতে রাজকোট থেকে কিছুটা দূরে এক বৃদ্ধাকে পিষে মারল একটি বিলাসবহুল গাড়ি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার পর থেকে চালক পলাতক, তবে ইতিমধ্যেই ওই ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, গাড়িটি বেশ গতিতেই চালিয়েছিলেন চালক। যে কারণে ওই মহিলাকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফেলে অভিযুক্ত। তারপর সে গাড়ি ছেড়ে পালায়। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনা দেখেই পুলিশে ফোন করেন, ঘটনাস্থলে পুলিশ এসে দেহ ও গাড়ি দুটিই উদ্ধার করে। যদিও অভিযুক্ত ব্যক্তি মত্ত ছিলেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

