মুম্বই, ১২ জুলাই (হি. স.) : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইন্ডি জোট সম্পর্কে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস, সিপিএমের কোনও জোট নেই।
মমতার বক্তব্য, লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের সঙ্গে ইন্ডি-র শরিক দলগুলির মধ্যে কোনও জোট হয়নি। ওখানে সিপিএম-কংগ্রেস একসঙ্গে কাজ করেছে। পর্যবেক্ষকদের মতে, ইন্ডি জোটের বড় শরিক কংগ্রেসকে চাপে রাখতেই বাংলায় কংগ্রেস-সিপিএম ঘনিষ্ঠতার অভিযোগ এদিন ফের সামনে এনেছেন মমতা।