আগরতলা, ১২ জুলাই: কাঠালিয়া ব্লকে পঞ্চায়েত সমিতির ৭ জন বামফ্রন্ট সমর্থিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে বিভিন্ন পঞ্চায়েত থেকে বামফ্রন্ট সমর্থিত মোট ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল জমা দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক কৌশিক চন্দ।
সিপিআইএম অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ জানিয়েছেন, গত দুই দিনে বিভিন্ন পঞ্চায়েত থেকে বামফ্রন্টের সমর্থিত মোট ৯১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এদিন তিনি বলেন, কাঠালিয়া ব্লক এলাকায় বর্তমানে পঞ্চায়েত বেড়ে ২১ টি। গত নির্বাচনে ছিল ১৯টি পঞ্চায়েত। এবার তিনটি পঞ্চায়েত নতুন করে বৃদ্ধি হয়েছে।পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১৩টি। কিন্তু পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা বৃদ্ধি হয়নি। কিন্তু অন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করার কোন খবর নেই।
অপরদিকে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে যাতে করে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যাত্রাপুর থানার প্রশাসনের যথেষ্ট নজরদারি ছিল বলে জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, এই দুই দিনে মনোনয়নপত্রকে কেন্দ্র করে কোনরকম বাধা- বিঘ্ন ছিল না।শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ দ্বিতীয় দিন শেষ হয়েছে। আগামী দিনেও চলবে।

