BRAKING NEWS

নিয়ম রক্ষার ম্যাচে কেশব সংঘকে হারিয়ে লীগ অভিযান সম্পন্ন বিএসটি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দিনের দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড বিএসটি খেলতে নামে কেশব সংঘের বিরুদ্ধে।  যদিও ম্যাচটি ছিলো উভয় দলের কাছে নিয়মরক্ষার। লিগে ইউনাইটেড বিএসটি নিজেদের  শেষ ম্যাচে কেশব সংঘ কে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে ৭ ম্যাচে ২ জয় ও ৫ টি ম্যাচ পরাজিত হয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে। ম্যাচে ইউনাইটেড বিএসটি-র হয়ে গোল ৪ টি করে খেলার ৩৭ মিনিটে সুনীল রিয়াং, ৪৭ মিনিটে আনন্দ দেববর্মা, ৫৩ মিনিটে মহেন্দ্র কুমার জমাতিয়া ও ৮২ মিনিটে অঞ্জন সাহা। কেশব সংঘের হয়ে একমাত্র গোলটি করে রাকেশ জমাতিয়া। লিগে কেশব সংঘ নিজেদের শেষ ম্যাচে সোমবার খেলতে নামবে পানতৌই স্পোর্টিং সোসাইটির বিরুদ্ধে। এদিকে, আজকের খেলায় অসদাচরনের দায়ে দুদলের দুই জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, তপন কুমার নাথ, সুশান্ত দাস ও পল্লব চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *