নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ জুলাই: রাজনৈতিক সন্ত্রাসে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের ছোট বড় ঘটনা উঠে আসছে। বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন তিনজন বিজেপি কর্মী। আহতরা হলেন আশিক মিয়া, চিরঞ্জিত দেবনাথ এবং দীপ্তনু সরকার। তাদের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের কে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় বিজেপি কর্মীরা গাড়ি করে কামখানা থেকে আসছিলেন। তখনই ঘনিয়া মারা চৌমুহনী এলাকায় আসার পর দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় কংগ্রেসের কর্মীরাই জড়িত বলে দাবি বিজেপি কর্মীদের। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশালগড় এলাকা।