লর্ডস, ১২ জুলাই (হি.স.): ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঐতিহাসিক লর্ডসে ২১ বছরের কেরিয়ারে ইতি টানলেন অ্যান্ডারসন। ক্রিকেটের তীর্থভূমি থেকে বিদায় নেওয়ার সময় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় এবং আম্পায়াররাও অ্যান্ডারসনকে অভিবাদন জানিয়েছেন।
কেরিয়ারের শেষ টেস্টে ২ ইনিংস মিলিয়ে নিয়েছেন চার উইকেট। অর্থাৎ ৭০৪ উইকেট নিয়ে কেরিয়ার শেষ করলেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ। আর পেসারদের মধ্যে অ্যান্ডারসনই সর্বোচ্চ উইকেটের মালিক।