নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ১২ জুলাই: গন্ডাছড়া এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর করে কিছু যুবক। এই ঘটনাটি দেখতে পেয়ে মানসিক ভারসাম্যহীন যুবকটিকে বাঁচাতে এগিয়ে আসে পরমেশ্বর রিয়াং(২১) নামে এক যুবক। তারপরও অন্যান্য যুবকরা পরমেশ্বর রিয়াংকেও বেধড়ক মারধর করে। এতেই গুরুতর আহত হয় পরমেশ্বর। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে জিবিপি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি।
চিকিৎসা চলাকালীন শুক্রবার দুপুর সাড়ে বারোটায় মৃত্যুর কোলে ঢলে পড়ে উপজাতি যুবক। এই ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত যুবক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন। নিহত যুবকের বাবা জানান এখনো অব্দি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করেছে, বাকিরা পলাতক। প্রায় ২৫-৩০ জন যুবক এই ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ। ছেলের মৃতদেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহত যুবকের বাবা সহ আত্মীয় পরিজনরা।