BRAKING NEWS

উপজাতি যুবকের মৃত্যু ঘেরে উত্তপ্ত গন্ডাছড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: এক উপজাতি যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত গণ্ডাছড়া এলাকা। এক ভবঘুরে যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পরমেশ্বর রিয়াং (২১) নামে এক যুবক। গত ৯ জুলাই গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকায় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে আনন্দমেলা চলাকালীন এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। ২৫ থেকে ৩০ জন যুবক মিলে এক ধবঘুরের ছেলেকে মারধর করছিল। তখনই পরমেশ্বর ওই ভবঘুরে ছেলেকে তাকে বাঁচাতে বাঙালি যুবকেরা মিলে পরমেশ্বর রিয়ানকে বেধড়ক মারধর করে। তাতে গুরুতর আহত হয় সে। পরবর্তী সময়ে তাকে জিবিপির হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন অবস্থাতেই আজ সকালে মৃত্যু হয়েছে তার।

বিকেলে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যেতে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত আদিবাসীরা বাংলাভাষী আবাসিক এলাকাগুলিতে হামলা ও ভাঙচুর শুরু করে আজ সন্ধ্যায়। কাঁচের বোতল ইট পাটকেলের আঘাতে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ এবং বিএসএফ জওয়ানও। উল্লেখ্য ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *