নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): দিল্লিতে অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। এবার রাজধানীতে খুন হল ১৬ বছরের এক তরুণ। বৃহস্পতিবার রাতে গুলি করে খুন করা হয়েছে ওই তরুণকে। রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকে বলেছেন, “ওই তরুণের বয়স ছিল ১৬ বছর। অভিযোগকারী, তাঁর ভাইও নাবালক। তাঁরা সবাই কবির নগরে থাকেন এবং জাফরাবাদে কাপড় কিনতে আসেন। তাঁরা যখন ফিরে যাচ্ছিল, তখন কয়েকজন পরিচিত লোক একটি স্কুটিতে আসে এবং তাঁদের সঙ্গে আসতে বলে। তাঁরা যেতে অস্বীকার করলে অভিযুক্তরা তাঁদের মধ্যে একজনকে লক্ষ্য করে গুলি চালায়। ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়
ডিসিপি আরও জানিয়েছেন, “১৬ বছর বয়সী ওই তরুণ তাঁর বড় ভাইয়ের সঙ্গে কিছু কাপড় কিনতে এসেছিল, সেও একজন নাবালক। তদন্তে জানা গিয়েছে, দু’টি স্কুটিতে ৩-৪ জন ছেলে এসেছিল। তাঁরা একে অপরকে চিনত। দোকান থেকে বের হওয়ার সাথে সাথে তারা দুই ভাইকে কোথাও নিয়ে যেতে চাইলেও, তারা যেতে চায়নি এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ছেলেদের মধ্যে একজন গুলি চালায় এবং গুলিটি তার পিঠে লাগে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণের মৃত্যু হয়।”