নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই: গোপন খবরের ভিত্তিতে ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে খবর ছিল, পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানাধীন কলোনির রূপক চক্রবর্তী নামে এক যুবক দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেশা কারবার অব্যাহত রেখেছে। এই খবরের ভিত্তিতে এদিন ব্রহ্মকুন্ড কলোনি স্থিত তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গিয়ে ঘরের ভেতর থেকে ২০ প্যাকেটে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা হবে বলে অনুমান। যদিও নেশা কারবারীর রূপক চক্রবর্তী পলাতক। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন সহ অন্যান্যরা।