হাথরাস, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে ডাবল ডেকার বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাথরাস জেলার থানা সিকান্দ্রারাও-এর অধীনে টোলি গ্রামের কাছে। সংঘর্ষের অভিঘাতে ডাবল ডেকার বাসটি ভেঙে তছনছ হয়ে গিয়েছে।
হাথরাসের জেলাশাসক আশীষ কুমার বলেছেন, বৃহস্পতিবার সকালে টোলি গ্রামের কাছে একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।